Published 1 year ago
Sylhet International University Moot Court Society(SIUMCS) -এর ৩য় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
Sylhet International University Moot Court Society (SIUMCS) এর ৩য় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় উপস্থিত ছিলেন- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর আইন বিভাগের ডীন মাহমুদুল হাসান খান, বিভাগীয় প্রধান হুমায়ুন কবির, অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি ডক্টর আবু তাহের, আইন বিভাগের পাপ্পূ ভট্টাচার্য্য স্যার সহ SIUMCS এর সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান মেন্টর আবদুল্লাহ আল তুফায়েল খান, সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন রাসেল সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।