logo

এস.আই.ইউ-তে ঢাকা ব্যাংকের উদ্যোগে 'তারুণ্যের উৎসব' অনুষ্ঠিত -

Published    6 days ago

Image

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঢাকা ব্যাংকের উদ্যোগে 'তারুণ্যের উৎসব' অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর, বুধবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ এবং ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপনা করেন ঢাকা ব্যাংকের     
এসএভিপি এন্ড হেড অব স্টুডেন্ট ব্যাংকিং মোহাম্মদ সাইফুর রহমান। ঢাকা ব্যাংকের এসএভপি এবং মদিনা মার্কেট শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন রনির উপস্থাপনায় এবং উপশহর শাখার ব্যবস্থাপক ফজলে আহমদ রাব্বীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও লালদিঘীরপাড় শাখার ব্যবস্থাপক সুমন বণিক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও  বিভাগের প্রধানগন উপস্থিত ছিলেন।