logo

SIU ICT FEST 2020 উপলক্ষে র‌্যালি

Published    4 years ago

Image

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বরাবরের মত CSE Society এর আয়োজনে “ SIU ICT FEST 2020 ” অনুষ্টিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীরা নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে।

আজ বেলা ১২:০০ ঘটিকায় সিএসই বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা মিলে একটি র‌্যালি বের করে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় হতে শুরু করে পিডিবি স্কুলের সামন পর্যন্ত গিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে। উক্ত র‌্যালির সাথে ছিলেন বিশ্ববিদ্যলয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো: আব্দুল আউয়াল আনাসারী, সহকারী অধ্যাপক জনাব খালেদ হোসেন, সহকারী অধ্যাপক জনাব সুশান্ত আচার্যি, সিনিয়র প্রভাষক জনাব মো: আব্দুল্লাহ রাজিব ও সিনিয়র প্রভাষক জনাব এম.এ.জি আসিফ।

র‌্যালি শেষে একটি আলোচনা ও শিক্ষার্থীদের আপ্যয়নের আয়োজন করা হয়। আলোচনায় আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারী ২ দিনব্যাপি SIU ICT FEST এ সকলের উপস্তিতি নিশ্চত ও সফলভাবে সম্পন্নের জন্য আশাবাদ ব্যক্ত করা হয়।