Published 2 years ago
“𝐂𝐚𝐫𝐞𝐞𝐫 𝐇𝐮𝐛(𝐁𝐑𝐀𝐂) এর সহযোগীতায় “Career Talk” বিষয়ক কর্মশালা
অদ্য ১৯ অক্টোবর ২০২২ ব্যবসায় প্রশাসন বিভাগ কর্তৃক শিক্ষার্থীদের জন্য “𝐂𝐚𝐫𝐞𝐞𝐫 𝐇𝐮𝐛(𝐁𝐑𝐀𝐂) এবং 𝐀𝐦𝐞𝐫𝐢𝐜𝐚𝐧 𝐂𝐨𝐫𝐧𝐞𝐫 𝐒𝐲𝐥𝐡𝐞𝐭 এর সহযোগীতায় “Career Talk” বিষয়ক কর্মশালা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আমেরিকান কর্নারে অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে ৩য় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, মানবিক অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মো. আবুল ফতেহ, লাইব্রেরিয়ান ও আমেরিকান কর্নারের পরিচালক মো: মোস্তফা কামাল, প্রক্টর ও আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবির, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান নঈমা মাসউদ নীলা, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান স্বাতী রানী দেবনাথ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এমএজি আসিফ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কুমার সাহা, নেসার আহমেদ, প্রভাষক অশোক বিজয়, প্রভাষক চম্পক কুমার বর্মন, প্রভাষক সৈয়দা আফসানা বেগম এবং ব্রাকের অফিসার এমপ্লয়েন্ট এন্ড এক্টিভেশন মোঃ সালমান বিন হাফিজ ও সুস্মিতা চন্দ মৌ, ট্রেইনার সৈয়দা হাফসা বেগম।