logo

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের স্পোর্টস উইক-২০২০

Published    4 years ago

Image

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের স্পোর্টস উইক-২০২০ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিনি হল রুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসআইইউ’র ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. জাকারিয়া হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ শহীদ উল্লাহ তালুকদার, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) নসরত আফজা চৌধুরী এবং পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ হাসান মাহমুদ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মো: মহব্বত হোসেন, সহকারী অধ্যাপক জনাব প্রণব কান্তি দেব, প্রভাষক চৌধুরী সাইমুন আফরোজী এবং প্রভাষক স্বাতী রানী দেবনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের মাস্টার্স প্রোগ্রাম কো-অর্ডিনেটর নুরুল হাসান রাজীব।

স্পোর্টস উইক-২০২০ এর ক্রিকেট প্রতিযোগিতায় চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার- তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া লুডু, মিউজিক্যাল চেয়ারসহ পিলো পাসিং ও কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন সেমিস্টার থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন পুরস্কার অর্জন করেন।

সুপ্রিয়া তালুকদার (৩/১) ও রেজাউল করিম(২/২) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা শ্রেণীকক্ষের শিক্ষার সাথে শিক্ষার্থীরা আরো বেশি করে সহশিক্ষা কার্যক্রমে শক্তিশালী হওয়ার পাশাপাশি সৃজনশীল হওয়ার জন্য সবাই জোর প্রদান করেন। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি শুরু হওয়া স্পোর্টস উইক ক্রিকেট সহ মোট ৫টি ইভেন্টের মাধ্যমে শেষ হয় ১১ ফেব্রুয়ারি। উক্ত স্পোর্টস উইক এ মেয়েদের ৩টি ইভেন্ট লুডু, মিউজিক্যাল চেয়ার এবং পিলো পাসিং গেম এর পাশাপাশি ছেলে মেয়ে উভয়ের জন্য ছিল জ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা।