logo

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দোয়া ও ইফতার মাহফিল

Published    2 years ago

Image

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ এপ্রিল) ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শামীম আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারপার্সন রাজীব আহমেদ, সদস্য সাহিদা ইয়াসমিন চৌধুরী ও ট্রেজারার (প্রস্তাবিত) প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।সভাপতি ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার।

লাইব্রেরিয়ান ও আমেরিকান কর্ণারের পরিচালক মোস্তফা কামালের সঞ্চালনা এবং ডেপুটি লাইব্রেরিয়ান মো. মুশফিকুল আলমের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ, ইমজার সাধারণ সম্পাদক মারুফ আহমদ, মঈন উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ আবিদুর রশিদ চৌধুরী, সাংবাদিক, লেখক সুমন কুমার দাশ, উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, ট্যক্সকরের সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ পরাগ কান্তি দেব, এমসি কলেজের অর্ধনীতি বিভাগের প্রধান আতিউর রহমান, গণিত বিভাগের প্রধান অধ্যাপক মো. আনোয়ার হোসেন, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, সেলটা সিলেটের সাধারণ সম্পাদক সুলতান আহমদ ও সভাপতি এমএ খালেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান, আনুষদের ডিন মাহমুদুল হাসান খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব এক্রামুল ফারুক, প্রক্টর ও আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: হুমায়ুন কবির, সিএসই বিভাগের প্রধান এমএজি আসিফ, ইংরেজী বিভাগের প্রধান সাথী রানী দেবনাথ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।

দোয়া মাহফিলে দেশজাতি মঙ্গল কামনায় দোয়া মাহফিল করেন কানিশাইল ঈদগাহ মসজিদ এর ছানি ইমাম মো. আনোয়ারুল হক।