Published 1 year ago
বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা
বিজয় দিবস উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভা
মহান বিজয় দিবসকে কেন্দ্র করে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব আয়োজন করেছে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভা।
১৭ ডিসেম্বর শনিবার সকাল ৯ ঘটিকায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রায় অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্পিকার এবং বিচারকের দায়িত্ব পালন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক কে আর চৌধুরী ইমন।
পরবর্তী আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুসদের ডীন এবং ডিবেট ক্লাবের প্রধান উপদেষ্টা মাহমুদুল হাসান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে আর চৌধুরী ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।
প্রতিযোগিতা শেষে ১২ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পরিষ্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা হলেন, (১ম-লোকমান হোসেন) (২য়-আমীর হামজা) (৩য়-রিমা আক্তার রিমি) (৪থ-হালিমা আক্তার রুমি) (৫ম-ফোয়াদ হাসান) (৬ম-হাসিবুল হাসান শ্রাবণ) (৭ম-মাহমুদুর রহমান) (৮ম-মাহিম ইসলাম চৌধুরী) (৯ম-ফায়িজা আক্তার) (৯ম-লায়েক খান) (১০ম-ইভা আক্তার) এবং (১০ম মোক্তাদির আলী)।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিবেটিং ক্লাবের প্রচার সম্পাদক শাজেদা রিয়া, সদস্য ফৌজিয়া সুলতানা, খাদিজা আক্তার সহ অন্যান্যরা।
Details :
Date
17/03/2023
Start At
09:00 AM
Venue
Published At
1 year ago
End At
12:00 PM
Room: 102, Sylhet International University