Published 1 year ago
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের করমশালায় এস.আই.ইউ
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উদ্যোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উচ্চ শিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কমশালায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাননীয় ভাইস চ্যান্সলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার এর নের্তৃত্বে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি’র পরিচালক প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো: জাকারিয়া হাবিব, মানবিক অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ, গ্রন্থাগারিক জনাব মোঃ মোস্তফা কামাল, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জনাব নঈমা মাসউদ নীলা, আইন বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো: হুমায়ুন কবির অংশগ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিললের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ড. মো: জামাল উদ্দিন এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূণকালীন সদস্য প্রফেসর ড. মো: গোলাম শাহি আলম।