Published 2 years ago
এস.আই.ইউ. সিএসই ডিপার্টমেন্টে ডঃ রেজা সেলিম এর যোগদান
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে উপদেষ্টা হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. মোঃ রেজা সেলিম । তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত রয়েছেন ।
ডঃ মোঃ রেজা সেলিম ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, শাবিপ্রবি এর বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত কম্পিউটার এন্ড ইনফরমেশন সেন্টার, শাবিপ্রবি এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন ।
শিক্ষাজীবনে ড. মোঃ রেজা সেলিম ১৯৯৫ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে স্নাতক এবং ১৯৯৬ সালের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন । পরবর্তীতে ২০০৮ সালে জাপানের সাইতামা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন । তিনি জাপানের শিক্ষা মন্ত্রণালয় থেকে মনবুকাগাকুসো এওয়ার্ড এবং ইউনিভার্সিটি অফ মালায়া, মালয়েশিয়া থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ অর্জন করেন ।
২৫ বছরের কর্মজীবনে ডঃ মোঃ রেজা সেলিম বিভিন্ন বিষয়ে গবেষণার সাথে জড়িত ছিলেন । তার দেশীয় এবং আন্তর্জাতিক একাধিক জার্নালে প্রকাশনা রয়েছে । তাছাড়া তিনি দেশে ও বিদেশে বিভিন্ন কনফারেন্স, সেমিনার ও ট্রেইনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন ।