Published 5 years ago
এস.আই.ইউ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার
বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মি: রবার্ট মিলার অদ্য ০২ সেপ্টেম্বর ২০১৯ রোজ সোমবার বেলা ৩:৪৫ ঘটিকায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আসার সাথে সাথে ফুল দিয়ে বরণ করা হয়।
বেলা ৪:০০ ঘটিকায় মি: মিলার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান জনাব শামীম আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার এর সাথে দ্বি-পাক্ষিক বিভিন্ন ইস্যুতে মত বিনিময় করেন। আমেরিকান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির Exchange Program বিষয়ক আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ঋষি কেশ ঘোষ, মানবিক অনুষদের ডীন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান।
মত বিনিময় শেষে মার্কিন রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়র কর্তৃপক্ষের সাথে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, কেন্দ্রীয় লাইব্রেরী ও মুক্তিযুদ্ধ কর্ণার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জনাব মিলার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে অবস্থিত আমেরিকান কর্ণারে পূর্বনির্ধারিত একটি প্রোগ্রামে অংশ গ্রহন করেন।
এরপর বেলা ৫:০০ ঘটিকায় সময় তিনি ক্যাম্পাস থেকে উপস্থিত সকলের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নেন।