Published 5 years ago
এস.আই.ইউ’তে ব্যবসায় প্রশাসন বিভাগে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত
অদ্য ২০ এপ্রিল ২০১৯খ্রি: রোজ শনিবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ফল-২০১৮ সেশনের ইন্ট্রা-ডিপার্টমেন্ট স্পোর্টস উইক এর পুরস্কার বিতরনী ও একাউটিং সফটওয়্যার প্যাকেজ কুইক বুক এ অংশগ্রহণ কারীদের মধ্যে সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের লেকচারার নাসরিন নাহার এর সঞ্চালনায় ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব শামীম আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার, কোষাধ্যক্ষ প্রফেসর মো: মনির উদ্দিন, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ।
অতিথিরা স্পোর্টস উইক ফল-২০১৮ এর বিভিন্ন ইভেন্টস্ এর বিজয়ীদের হাতে পুরস্কার এবং সফটওয়্যার প্যাকেজ কুইকবুক এর অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায় বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী।