logo

এসআইইউতে ‘জুলাই শহীদ স্মরণসভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত

Published    1 day ago

Image

আজ জুলাই শহীদ দিবস। এই উপলক্ষ্যে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘জুলাই শহীদ স্মরণসভা ও দোয়া মাহফিল’। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই যোদ্ধারা তাদের জুলাই ঘিরে অবিস্মরণীয় অভিজ্ঞতা তুলে ধরেন সাথে অন্যান্য বক্তারা শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন এবং বর্তমান প্রজন্মকে তাঁদের আদর্শ অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন খালেদ হোসেন।

জুলাই যোদ্ধা হিসেবে বক্তব্য রাখেন ফাহিমা আক্তার রাজমনি (ব্যবসায় প্রশাসন), দিপা লাহিড়ী (কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), আশরাফুল ইসলাম জীবন (আইন বিভাগ), সালমান আহমেদ (কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), বদরুল আলম (আইন বিভাগ), মাহিম ইসলাম চৌধুরী (আইন বিভাগ), মাহমুদুর রাহমান ( আইন বিভাগ)। উক্ত জুলাই যোদ্ধারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনসহ ২০২৪ এর জুলাইয়ে তাদের বাস্তবিক অভিজ্ঞতা তুলে ধরেন এবং তাদের ভবিষ্যৎ আশা আকাঙ্খার কথা ব্যক্ত করেন।

অতঃপর বক্তব্য রাখেন ড. মোহাম্মদ রেজাউল কবির, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগ। জনাব প্রণব কান্তি দেব, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান , ইংরেজি বিভাগ। মো: এ. কে. এম. সোহেল হাবীব নওরোজ, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, আইন বিভাগ। মো: উমর ফারুক জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

সর্বশেষে বিশেষ অতিথিবৃন্দ ও মাননীয় প্রধান অতিথি তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। তারা তাদের বক্তব্যে নতুন প্রজন্মকে এই অর্জিত স্বাধীনতা রক্ষার্থে সচেতন ভাবে নিজেদের দায়িত্ব পালনের জন্য উৎসাহিত করেন।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় ও সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক নঈমা মাসউদ নীলা অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক । অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক অনামিকা সাহা কথা। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল কবির।