Published 6 years ago
নোটিশ (রেফার্ড/রি-টেইক/ইমপ্রোভমেন্ট )
অত্র বিশ্ববিদ্যালয়ের সি.এস.ই বিভাগের (দিবাকালীন) প্রোগ্রামের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফল ২০১৮ সেমিস্টারের যে সকল শিক্ষার্থী রেফার্ড/রি-টেইক/ইমপ্রোভমেন্ট পরীক্ষায় অংশ করতে ইচ্ছুক এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করেছ। তাদেরকে আগামী ৩০.১১.২০১৮ তারিখের মধ্যে নিম্নের গুগল ফরম পূরণ করতে নির্দেশ দেয়া যাচ্ছে।
(একজন শিক্ষার্থী ২টি কোর্স (৬ ক্রেডিট) এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবে)
https://bit.ly/2RditZv
অথবা https://www.facebook.com/csesiu সি.এস.ই অফিসিয়াল ফেইবুক পেইজে লিংক পাওয়া যাবে।
(শুধু মাত্র রেফার্ড/রি-টেইক/ইমপ্রোভমেন্ট পরীক্ষা রেজিস্ট্রেশন সম্পন্ন শিক্ষার্থীরা আবেদন করবে)
কেউ Fall ২০১৮ সেমিস্টারে Referred / Retake/ Improvement পরীক্ষা দিতে চাইলে তাকে অবশ্যই Semester Registration এ ফরমে কোর্সগুলো উল্লেখ করতে হবে।
কারো ৩০.১১.২০১৮ তারিখের পর করো আবেদন গ্রহণ করা হবে না এবং Backup Mark জানানো হবে না।
(খালেদ হোসেইন)
বিভাগীয় প্রধান
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।