Published 11 months ago
স্কলার্সহোম মেজরটিলা কলেজে মেধাযাচাই প্রতিযোগিতা

স্কলার্সহোম মেজরটিলা কলেজে সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভিসিটির মেধাযাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
গত ১৩ অক্টোবর, ২০২২ তারিখে স্কলার্সহোম মেজারটিলা কলেজে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে,এক সৃজনশীল মেধাযাচাই প্রতিযোগিতা,আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়, এতে বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের উপস্থাপনায় ও কলেজ অধ্যক্ষ জনাব মো.ফয়জুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার ও সিলেট মুরারিচাঁদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, মানবিক অনুষদের ডিন ও মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড.আবুল ফতেহ ফাত্তাহ, ইংরেজি বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. মোঃ জাকারিয়া হাবিব, সিএসই বিভাগের প্রধান এমএজি আসিফ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের প্রধান নাইমা মাসুদ নীলা।
উক্ত অনুষ্ঠানে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের সিনিয়র প্রভাষক রাজর্ষি রায় চৌধুরী, ব্যবসায় শিক্ষা বিভাগের প্রভাষক অশোক বিজয় দাস, ইংরেজি বিভাগের প্রভাষক সানজিদা আক্তার, সিএসই বিভাগের প্রভাষক মোঃ উমর ফারুক জাহাঙ্গীর এবং আইন বিভাগের প্রভাষক অনুপম গোপ ও স্কলার্সহোম মেজরটিলা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মেধাযাচাই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।