logo

এস.আই.ইউ. IQAC দ্বারা পরিচালিত "Outcome Based Education" বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Published    1 year ago

Image

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের Higher Eduction & Quality Enhancement Project এর আওতায় IQAC (Institutional Quality Assurance Cell) সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তত্ত্ববধানে OBE: Curriculaum Design, Evaluation and Attainment of Learning Outcomes-এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শনিবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে শুরু হয়। 

এ কর্মশালায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির IQAC (Institutional Quality Assurance Cell) পরিচালক প্রফেসর নিতাই চন্দ্র চন্দ-এর সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো: জাকারিয়া হাবিব এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার। 

অনুষ্ঠানে Resource Person  প্রফেসর ড. এম. আশরাফুল আলম, সাবেক চেয়ারম্যান, রসায়ন বিভাগ, সাবেক পরিচালক  IQAC, SUST হিসেবে উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর মো: হুমায়ুন কবির, ব্যবসায় প্রধান বিভাগের বিভাগীয় প্রধান নঈমা মাসউদ নীলা, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান স্বাতী রানী দেবনাথ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এমএজি আসিফ সহ সকল বিভাগের শিক্ষকবৃন্দ।