Pohela Boishak 1422

সিলেট ইন্টারন্যাশাল ইউনিভার্সিটির উদ্যোগ পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে মঙ্গল শেভাযাত্রা বের করা হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে থেকে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন- সিলেট ইন্টারন্যাশাল ইউনিভার্সিটির উপচার্য্য প্রফেসার ড.সুশান্ত কুমার দাশ, প্রধান অথিতির বক্তব্য রাখেন- সিলেট ইন্টারন্যাশাল ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাটিজ এর চেয়ারম্যান শামীম আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট ইন্টারন্যাশাল ইউনিভার্সিটির ব্যবসা অনুষদের ডিন ড. রুহুল আমিন, বিজ্ঞান অনুষদের ডিন ড. ঋষিকেশ রায়, কলা অনুষদের ডিন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক এএফ এম আমিনুল ইসলাম, প্রক্টর জওহর লাল দাশ, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন তাজ প্রমুখ।

সিলেট ইন্টারন্যাশাল ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাটিজ এর চেয়ারম্যান শামীম আহমেদ বলেছেন- ‘আমরা চাই নববর্ষের প্রভাতে সকল আর্বজনা দূর হয়ে যাক। সামনের দিনগুলো স্বাধীকার সমৃদ্ধ প্রশান্ত জীবনের প্রতিশ্রুতি নিয়ে আসুক। মনে রাখতে হবে, সেই পরিবেশ সৃষ্টির দায়ও আমাদের সকলের। পরবর্তী প্রজন্মকে নতুন উদ্যমে জাগিয়ে তুলবার দায়িত্ব আপনাদের, আমাদের।’

Source: Click here

Content