logo

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে মতবিনিময়

Published    1 year ago

Image

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে সিলেটের ইংরেজি শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।  বর্তমান বিশ্বে ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষার্থীদের সুযোগ অবারিত। তাই যুগোপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর উপযোগী করে গড়ে তুলতে হবে৷ তারা আরো বলেন, নগরীর প্রাণকেন্দ্রে নিজস্ব ক্যাম্পাসে সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের শিক্ষকরা সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের পেশাগত মানোন্নয়নেও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শনিবার ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন রাজীব আহমেদ, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সাহিদা ইয়াসমিন চৌধুরী।  

মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রধান স্বাতী রানী দেবনাথ।

ইংরেজি বিভাগের প্রভাষক মৌনী ভট্রাচার্য্যের পপরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রধান পার্থ সারথী নাগ, শাহজালাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজয় কুমার দাশ, দি এইডেড হাই স্কুল এর প্রধান শিক্ষক শমসের আলী, তাজপুর  ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক আবুল খায়ের, নূরজাহান মেমোরিয়াল ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রধান এম এ বায়েস, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রধান জাকির হোসেন, সিলেট আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রধান জামাল আব্দুন নাসের, কানাইঘাট সরকারী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রিপন চন্দ্র মালাকার, দক্ষিণ সুরমা সরকারী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুমন রায়, শাহজালাল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক তাহমিনা আক্তার শিপা, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ দাস, ইডেন গার্ডেন কলেজের প্রভাষক আশরাফুল ইসলাম অনি এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসসি বিভাগের প্রধান এম এ জি আসিফ।